যশোরে মূর্তি উদ্ধার, আটক ১
যশোর সদর উপজেলা থেকে একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার মৃত্তিকা গ্রাম থেকে প্রায় সোয়া তিন কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ভাস্কর সাহা এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৃত্তিকা গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির একটি ট্রাংক থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় আনোয়ার বাড়ি ছিলেন না। এ সময় তাঁর স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী এনটিভি অনলাইনকে জানান, মূর্তিটির ওজন তিন কেজি ৩১২ গ্রাম। আনোয়ারকে গ্রেপ্তার করলে মূর্তিরহস্য উদঘাটিত হবে।
ওসি দাবি করেন, স্থানীয় স্বর্ণকাররা মূর্তিটি কষ্টিপাথরের বলে পুলিশকে জানিয়েছেন। এর দাম প্রায় তিন কোটি টাকার মতো।
আটক জাহানারা বেগম দাবি করেছেন, ঘরে মূর্তি থাকার বিষয়টি তিনি জানতেন না।