নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ নেতা বাবুল মিয়ার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত বাবুল মিয়া চরমোটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
পুলিশের ধারণা, রাতে শহরের খলিফার হাট থেকে বাসায় ফেরার পথে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।