মিষ্টি কিনে ফেরা হলো না তাঁদের
ছেলে এসএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়েছে। আনন্দে দুজনকে সঙ্গে নিয়ে পাশের গ্রামে মিষ্টির অর্ডার দিতে গিয়েছিলেন বাবা। আনন্দ নিয়ে বাড়িও ফিরছিলেন। কিন্তু একটি দুর্ঘটনায় মিষ্টি আর খাওয়া হলো না তাঁদের। ফেরার পথে গাছের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায় তাঁদের বহনকারী মোটরসাইকেলটি। এতে কিছু সময়ের মধ্যেই দুজন নিহত হন। আর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন হতভাগা বাবা। ঘটনাটি যশোরের বাঘারপাড়া উপজেলার আলাদিপুর গ্রামের।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সরদার জানান, আজ রোববার সকালে বাঘারপাড়া সদর উপজেলার বসুন্দিয়া বাজার থেকে মোটরসাইকেলে তাঁদের বাড়ি বাঘারপাড়া উপজেলার বাবরা গ্রামে ফিরছিলেন ওই তিনজন। পথে আলাদিপুর গ্রামের একটি মোড় পেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই খায়ের বিশ্বাস (২৮) নামের একজনের মৃত্যু হয়। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোটরসাইকেলের চালক রফিক (৩০)। আবদুল হালিম (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক।
হালিমের ছোট ভাইয়ের স্ত্রী কুলসুম বেগম জানান, ছেলে জুয়েল রানা শনিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। সে কারণে হালিম মিষ্টির অর্ডার দিতে সকালে বসুন্দিয়া বাজারে গিয়েছিলেন।