শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২৭
পিরোজপুরে শিক্ষার্থীদের বহনকারী শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ওই বাসটির অন্তত ২৭ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কাউখালী উপজেলার কাউখালী-নৈকাঠি সড়কের বিড়ালজুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে জেলার নেসারাবাদের অলংকারকাঠি এমআর মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী দুটি বাসে চেপে শিক্ষা সফরে বাগেরহাটে যাচ্ছিল। বাস দুটি বিড়ালঝুড়ি এলাকায় পৌঁছালে এর মধ্যে বৈশাখী পরিবহনের (খুলনা মেট্রো ০৪-০০২৪) একটি বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বাসে থাকা ২৭ শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে কাউখালী উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, স্থানীয় হাসপাতালের কর্মী ও গ্রামবাসী মিলে আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত নয়জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।