এমপি লিটন হত্যা বিচ্ছিন্ন ঘটনা : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ড একটি বিচ্ছ্ন্নি ঘটনা। তিনি বলেছেন, ‘একটা বিচ্ছিন্ন ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এটা আমি বলব না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে অনেক ভালো আছে। দেশি ও বিদেশি সবাই এটা স্বীকার করে।’
আজ মঙ্গলবার রংপুরে মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
এমপি লিটন হত্যাকাণ্ড সম্পর্কে এ কে এম শহীদুল হক বলেন, ‘অতীতে আমাদের যে সাফল্য, এখানে (লিটন হত্যাকাণ্ড) সময় লাগলেও খুনিদের আমরা শনাক্ত করতে পারব। সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্ব নিয়ে কাজ করছি।’
আইজিপি বলেন, ‘পুলিশের সব সংস্থাই নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে এ হত্যাকাণ্ডের তদন্ত করছে। এর আগে যত জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, তা আমরা উদঘাটন করেছি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্তকাজ চলছে।’
পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত এমপি লিটনের কবর জিয়ারত ও গাইবান্ধায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন আইজিপি।