চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ৪
চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকায় নয়াগোলা থেকে আজ রোববার সকালে একটি প্রাইভেট কার থেকে ৭৪০ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের নয়াগোলা এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেট কারের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৪০ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ পৌর এলাকার আলীনগরের শরিফুল ইসলাম শরিফ (৩৫), বেলেপুকুরের সাদেকুল ইসলাম (৩৬), সদর উপজেলার চরবাগডাঙ্গা-গাইপাড়ার শহিদুল ইসলাম ডিলার (৪০) ও রাণীবাড়ি-চাঁদপুরের রায়হান আলী।
পরে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ব্যক্তিদের সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।