মানিকগঞ্জে বিএনপির ২১ নেতা-কর্মী জেলহাজতে
মানিকগঞ্জের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় করা পাঁচটি মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২১ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ২১ নেতা-কর্মী বিচারিক হাকিম আদালত ৩-এ জামিন আবেদন করলে বিচারক আজাদুর রহমান শেখ জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক লিটন, জেলা যুবদলের নেতা তুহিনুর রহমান তুহিন ও সাজ্জাদুর হাসান শামীম।
আদালত ও মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, নির্দলীয় সরকারের অধীনে এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতাল কর্মসূচিতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ভাটবাউর, মূলজান, পাটুরিয়া ঘাটে বাস, ট্রাক ও পিকআপে আগুন এবং ভাঙচুরের ঘটনা ঘটে। বেশকিছু ককটেল বিস্ফোরিত হয়। এতে পুলিশ ও গাড়ি মালিকরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নামে বেশকিছু মামলা করে। এর মধ্যে পাচঁটি মামলার বিচারের নির্ধারিত দিনে নেতা-কর্মীরা জামিন আবেদনের জন্য আদালতে হাজির হন। তবে তাঁদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী আজাদ হোসেন খান বলেন, ‘মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক। বিরোধী জোটের নেতা-কর্মীদের দমন-পীড়নের জন্য মামলাগুলো করা হয়েছে।’ নেতা-কর্মীদের মুক্ত করতে তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি।