তালতলীর ভারপ্রাপ্ত ইউএনওকে হুমকি, হিসাবরক্ষক জেলে
বরগুনার তালতলীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিচারকাজে বাধা ও জীবননাশের হুমকির ঘটনায় একজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে বরগুনা জেলা পরিষদের হিসাবরক্ষক মো. সোলায়মান তালুকদারকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আমতলীর জেষ্ঠ বিচারিক হাকিমের আদালত।
বিচারে বাধা ও জীবননাশের হুমকির অভিযোগে তালতলীর ভারপ্রাপ্ত ইউএনও মো. তৌছিফ আহম্মেদ একটি মামলা করেন। ওই মামলায় আজ আমতলীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস ওই হিসাবরক্ষককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে তালতলীর ইউএনওর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে দণ্ডবিধি ১৫০ ধারার একটি মামলার শুনানি চলছিল। এ সময় মামলার একপক্ষে অবস্থান নিয়ে ইউএনওর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন হিসাবরক্ষক সোলায়মান তালুকদার। তিনি উত্তেজিত হয়ে ইউএনওকে জীবননাশেরও হুমকি দেন। পরে তৌছিফ আহম্মেদ ওই হিসাবরক্ষককে সেখান থেকে পুলিশে দেন। এ ঘটনায় রাতেই তিনি থানায় মামলা করেন।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, তালতলীর ভারপ্রাপ্ত ইউএনও মো. তৌছিফ আহম্মেদের করা মামলায় গ্রেপ্তার করা হয় সোলায়মানকে। তাঁকে আজ আমতলী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।