সাংবাদিক উৎসের ডিএনএ পরীক্ষার দাবি
রংপুর থেকে প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক মশিউর রহমান উৎসের ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছে তাঁর পরিবার।
আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক উৎসের হত্যাকাণ্ডের এক বছর উপলক্ষে রংপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসের বড়বোন মোরশেদা বেগম।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, আগামী এক মাসের মধ্যে যদি সাংবাদিক উৎসের ডিএনএ টেস্ট না করা হয় তাহলে পরিবারের সদস্যরা প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসবে। তাদের দাবি, ডিএনএ টেস্ট করা হলে অপরাধীরা বেরিয়ে আসবে।
২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর জিএল রায় রোডস্থ দৈনিক যুগের আলো পত্রিকায় কাজ শেষে নিজের মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান সাংবাদিক উৎস। বের হওয়ার সময় তিনি সহকর্মীদের বলে যান, এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন।
এর পর রাতে আর বাসায় ফেরেননি উৎস। পরের দিন সকালে রংপুর নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের অদূরে রংপুর-ঢাকা মহাসড়কের কাছে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মুখ একটি মাঙ্কি-ক্যাপ দিয়ে ঢেকে রাখা হয়।
পরের দিন সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। এর পর সাংবাদিক উৎসের সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করে।
এ ঘটনায় নিহত সাংবাদিক উৎসের মা নূরজাহান বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।