ভারতে পাচারের জন্য ‘তক্ষক’ কেনাবেচার সময় আটক ২
কুষ্টিয়া থেকে ভারতে পাচারের জন্য কেনাবেচার সময় বিলুপ্তপ্রায় চারটি বিষধর গিরগিটি প্রজাতির বন্য প্রাণী ‘তক্ষক’সহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার ভোররাতে সদর উপজেলার আবদালপুরের একটি বাড়ি থেকে এদের আটক করা হয়।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ জানান, আজ ভোরে আবদালপুরের রাজু আহম্মেদের বাড়ি থেকে তক্ষক কেনার সময় কামাল (৩৫) ও শামীম রেজা (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে সে সময় বিক্রেতা রাজু পালিয়ে যায়।
এ সময় প্লাস্টিকের খাঁচার ভেতরে থাকা চারটি বিষধর ‘তক্ষক’ উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে কুষ্টিয়া পুলিশ লাইনে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয়জনের নামে মামলা করা হয়েছে। এদের মধ্যে বিক্রেতা রাজুসহ পলাতক চারজনকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
পুলিশ জানায়, পাহাড়ি অঞ্চল থেকে বিলুপ্তপ্রায় ওই বিষধর প্রাণী তক্ষক ধরে এনে ভারতে পাচার করা হয়। এই প্রাণী দিয়ে গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করা হয়।