বিশ্বমানের দেশ গড়তে আইসিটির বিকল্প নেই : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশকে বিশ্বমানের করে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের (আইসিটি) কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছেন; যাতে ভবিষৎ প্রজন্মকে আগামী দিনে বিশ্বের কাছে মাথা নত করতে না হয়।
আজ শনিবার দুপুরে রাজশাহী কলেজে প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট-সেবার পরিধি বিস্তৃতিকরণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন, সেই সঙ্গে আইটি পেশাজীবীর সংখ্যা ২০ লাখে উন্নীতকরণ ও জিডিপিতে আইসিটি খাতের অবদান পাঁচ শতাংশ নিশ্চিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী রাজশাহী কলেজের আরো দুটি হলে এবং রাজশাহী মেডিকেল কলেজে অতিদ্রুত ওয়াইফাই সংযোগ প্রদানের আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ওয়াইফাই ইন্টারনেটের আওতায় আনা হবে। যাতে আগামী দিনের শিক্ষার্থীরা জ্ঞানভিত্তিক শিক্ষা লাভ করে সমাজ গঠনমূলক কাজে আত্মনিয়োগ করতে পারে।
জুনাইদ আহমেদ পলক আরো বলেন, ওয়াইফাই কানেক্টিভিটি ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল উন্নয়ন করা সম্ভব নয়। তাই সরকার এরই মধ্যে দেশের অনেক অঞ্চলে কানেক্টিভিটি দিয়েছে এবং ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে কানেক্টিভিটির মাধ্যমে ডিজিটালাইজড করা হবে।