চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, মাদকসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের কানসাট-চৌডালা সড়কের হটাৎপাড়া এলাকা থেকে পুলিশ একটি পিস্তল, সাতটি গুলি, দুটি ম্যাগাজিন ও ৫০৩ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে শিবগঞ্জ পুলিশের একটি দল কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কে অভিযান চালায়। এ সময় যন্ত্রচালিত ভ্যানের গতি রোধ করে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও ফেনসিডিলগুলো জব্দ করা হয়। আটক করা হয় অস্ত্র ও মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের আবদুর রশিদকে (৪৮)।
ওসি জানান, ভ্যানের ভেতর গোপন কুঠুরি করে অভিনব কায়দায় অস্ত্র ও ফেনসিডিল পাচার করা হচ্ছিল। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।