নাটোরের ‘জেএমবি সদস্য’ ফজলু রিমান্ডে
দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও বিপুল বোমা তৈরির সরঞ্জামসহ নাটোরের চাঁদপুর থেকে আটক ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আব্দুল হাই আজ রোববার বিকেলে ফজলুকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল আল-আমিনের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের দাবি, ফজলুর রহমান নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
গত শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার চাঁদপুর পাবনা পাড়ার নিজবাসা থেকে ফজলুর রহমানকে আটক করে পুলিশ। পরে ডিবি পুলিশের এসআই জুলহাস উদ্দিন বাদী হয়ে ফজলুর রহমানসহ ছয় জেএমবি সদস্যের বিরুদ্ধে নাটোর থানায় মামলা করেন।