নেত্রকোনায় দরপত্র দাখিল নিয়ে হামলা, আটক ১
নেত্রকোনা সদর উপজেলা মৎস্য কার্যালয়ে দরপত্র দাখিল নিয়ে প্রতিপক্ষের হামলায় জেলা নবীন লীগের সভাপতি জনি সাহা গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলা মৎস্য কার্যালয়ে দরপত্র দাখিলকে কেন্দ্র করে আজ সোমবার সকাল থেকেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে দুপুরের দিকে প্রতিপক্ষের লোকজন জেলা নবীন লীগের সভাপতি জনি সাহাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় জনিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে জামাল উদ্দিন (৩২) নামের একজনকে আটক করেছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুল আলম বলেন, মারামারির ঘটনায় জড়িত সন্দেহে জামাল উদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।