ভুয়া এসআইসহ চারজনকে সাজা
পাবনার সাঁথিয়া উপজেলায় ভুয়া এক উপপরিদর্শকসহ (এসআই) চারজনকে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধ করতে না পারায় তাঁদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদিম সরওয়ার এই সাজা দেন।
নাদিম সরওয়ার জানান, রোববার সন্ধ্যায় ভুয়া এসআই পরিচয় দানকারী সেলিমকে (৪৫) দণ্ডবিধির ১৮৬০-এর ৩৫৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেলিমের বাড়ি পাবনা সদর উপজেলার চর পৈলানপুর গ্রামে। আদালত সাঁথিয়া উপজেলাধীন নন্দনপুর ইউনিয়নের সোনাই বিলে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে চারজনকে আটক করে। পরে তাঁদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ওই তিনজন হলেন সাঁথিয়ার হাড়িয়াকাহন গ্রামের আবদুল বারী (৩৮), বেড়া উপজেলার কুসুমপুর গ্রামের মিরাজ (১৯) ও রাম নারায়ণপুর গ্রামের জয়নাল আবেদীন (২৫)। তাৎক্ষণিক জরিমানা দিতে না পারায় চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।