বকেয়া বিলের দাবিতে মানিকগঞ্জ সওজ কার্যালয়ে অবস্থান
১০ বছরের বকেয়া বিলের দাবিতে সারা দেশের মতো মানিকগঞ্জেও সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদাররা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ঠিকাদাররা মানিকগঞ্জ সওজ কার্যালয়ের সামনে অবস্থান নেন।
তাঁরা ফটক বন্ধ করে দাপ্তরিক সব কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় জেলা সওজের ঠিকাদার সমিতির সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান মুরাদ, নাসির উদ্দিন আহমেদ যাদু, শহিদুল ইসলাম সুজন প্রমুখ বক্তব্য দেন।
বক্তরা বলেন, ১০ বছরে সারা বাংলাদেশে উন্নয়ন খাতে ২৮২ কোটি টাকা ও গত চার বছরে রক্ষণাবেক্ষণ খাতে ১৮৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া বরাদ্দ ছাড়া দরপত্র আহ্বান এবং
ইজিপি প্রক্রিয়ার মাধ্যমে দরপত্র আহ্বানের ফলে সাধারণ ঠিকাদাররা হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে দাবি না মানলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা।