লালপুরে শিক্ষক হত্যা : ৭ দিনের কলম বিরতি
নাটোরের লালপুরে কলেজ শিক্ষক মোশাররফ হোসেন হত্যার প্রতিবাদে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে সাতদিন আধা ঘণ্টা করে কলম বিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক। শিক্ষক হত্যার বিচার দাবিতে মোহরকয়া ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সাধারণ সম্পাদক হায়দার আলী ও অধ্যক্ষ ইসমত হোসেন। সমাবেশ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গত ১২ জানুয়ারি উপজেলার তিনখুটি এলাকায় বাঘা-লালপুর সড়কে মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশাররফ হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।