চাঁপাইনবাবগঞ্জে পেট্রলবোমাসহ জামায়াতকর্মী আটক
চঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়া এলাকা থেকে আজ সোমবার ১৪টি পেট্রলবোমা ও ১১টি ককটেলসহ আবুল কাশেম নামের এক জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পুলিশের একটি দল শ্যামপুর ইউনিয়নের চৌধুরীপাড়ায় আবুল কাশেমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৪টি পেট্রলবোমা ও ১১টি ককটেলসহ জামায়াতে ইসলামীর কর্মী আবুল কাশেমকে আটক করা হয়।
পুলিশ জানায়, কানসাট এলাকায় নাশকতা সৃষ্টির লক্ষে পেট্রলবোমা ও ককটেলগুলো মজুদ করে রাখা হয়েছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।