আ.লীগের দুই পক্ষের গোলাগুলি, যুবলীগ নেতাসহ নিহত ২
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন শিবচরের কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরশেদ মাদবর ও স্থানীয় দোকানদার শাজাহান দরানী। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার শিবচরের কুতুবপুরে আওয়ামী লীগ নেতা ও নিহত আরশেদের বড় ভাই আতিক মাদবর ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আতিক থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং ইব্রাহিম থানা আওয়ামী লীগের সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।urgentPhoto
শিবচরের কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান বি এম মনোয়ার হোসেন বেপারী জানান, গতকাল সোমবার স্থানীয় ইদ্রিস হাওলাদারের বাড়িতে আতিক মাদবরের পক্ষের লোকজনের দাওয়াত ছিল, এ নিয়ে গত দুদিন কথাকাটাকাটি হয়।
আজ সকালে আরশেদ মাদবর তাঁর বাড়ির পাশে শাজাহান দরানীর দোকানে গেলে ইব্রাহিম সিকদারের লোকজন তাঁদের ঘেরাও করে। দুর্বৃত্তরা প্রথমেই শাজাহান দরানীকে গুলি করে হত্যা করে। পরে আরশেদকে পাশে খেতে নিয়ে গুলি করে তাঁকে পুকুরে ফেলে যায়। এলাকার লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতদের শরীরে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে।