হামলার ঘটনায় বিএফআরআইয়ে পুলিশ মোতায়েন
ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) কর্মকর্তাদের ওপর ফের হামলার আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে অফিসে গিয়ে ছাত্রলীগের হামলা ও মারধরের শিকার কোনো কর্মকর্তাকেই পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা অসুস্থতার কারণে অফিসে আসতে পারেননি। গতকাল সোমবার বিকেলে বিএফআরআই মুক্তাচাষ প্রকল্পের পরিচালকের কার্যালয়ে ঢুকে পরিচালক হারুনুর রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ আলী, নির্বাহী প্রকৌশলী রাজিবুল করিম, উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজনীন বেগমকে বেধড়ক মারধর করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিএফআরআই কর্মকর্তাদের পেটানোর অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি খাদ্য প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আব্দুল ওয়াহাব রিন্টু, একই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলিগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পলাশ ও কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের সহসভাপতি বিজয় বর্মণের নামে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী বিএফআরআই ময়মনসিংহ স্বাদু পানি কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আকতার হোসেন।