‘পুলিশ থেকে কোনো অবিচার হবে না’
মানিকগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেছেন, থানার প্রতি সাধারণ মানুষের একটা ভীতি রয়েছে। এই ভীতি দূর করে পুলিশকে সাধারণ মানুষের সঙ্গে বন্ধুসুলভ হতে হবে। সেবার দরজা ২৪ ঘণ্টাই খোলা রাখতে হবে। তাহলেই সাধারণ মানুষের প্রতি পুলিশের অবিচার হবে না, পুলিশও সঠিক সেবা দিতে পারবে।
পুলিশ সুপার আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
নবনিযুক্ত পুলিশ সুপার আরো বলেন, জেলায় ইভ টিজিং প্রতিরোধে পুলিশের ভূমিকা জিরো টলারেন্স। মাদকের বিষয়েও কোনো ছাড় নেই।
অপসাংবাদিকতার বিষয়ে মাহফুজুর রহমান বলেন, যাঁরা রিপোর্টিং করেন না কিংবা কোনো গণমাধ্যমে কর্মরত নন, অথচ সাংবাদিক পরিচয়ে অপকর্ম করেন। তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার মাহফুজুর বলেন, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। তাঁদের সংশোধনের জন্য বলা হয়েছে। এরপর কোনো অভিযোগ এলে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আজিমুল আহসান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম, জেলা বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) মাহবুবুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নুসহ অনেকেই বক্তব্য দেন।
মতবিনিময়কালে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।