কুমিল্লায় যুবককে গুলি করে হত্যা
কুমিল্লায় রানা (২১) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে শহরের কাটাবিল এলাকার রফিকউদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রানা শহরের সোজানগর নোল্লাপাড়ার জলিল মিয়ার ছেলে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন বলে তাঁর পরিবার জানায়।
স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চার-পাঁচজন অস্ত্রধারী যুবক সিএনজিচালিত একটি অটোরিকশায় করে অজ্ঞাতপরিচয়ের এক যুবককে (রানাকে) নিয়ে আসে। রফিকউদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের সামনে নামিয়ে তাঁকে গুলি করে হত্যা করে পাশের ডোবাতে ফেলে যায় ওই যুবকরা।
হত্যাকাণ্ডের পরপর নিহত রানার পরিবারের সদস্যরা ছুটে আসেন। তাঁদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহত রানার ভাই মাসুদুর রহমান জানান, সকালে রানা একটি মামলায় হাজিরা দিতে আদালতে যাওয়ার সময় রফিক, হানিফ, মহিউদ্দিন, সুমন ও জালাল নামের পাঁচ যুবক তাঁকে ধরে এনে গুলি করে হত্যা করেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।