প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র : সাবেক ছাত্রলীগ নেতা জেলে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র প্রচারের অভিযোগে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আজহারুল ইসলাম অরুণকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
তবে অরুণের পরিবার দাবি করেছে, তাঁকে ফাঁসানোর জন্য এটি করা হয়েছে।
অরুণ শহরের নাগড়া এলাকার বাসিন্দা। তিনি একজন ঠিকাদার। গত রোববার রাতে জেলা শহরের চকপাড়া এলাকা থেকে অরুণকে আটক করে পুলিশ।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুল আলম এনটিভি অনলাইনকে জানান, অরুণের ফেসবুক আইডিসহ বেশকিছু বিষয় পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করে। আদালতে তাঁকে জেলহাজতে পাঠান।
এদিকে অরুণের ভাই কিরণ ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁদের বাবা একজন মুক্তিযোদ্ধা এবং পরিবার আওয়ামী লীগ সমর্থক। অরুণের ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে কেউ প্রধানমন্ত্রীর নানা কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচার করে। পরিবারকে বিপদে ফেলতেই এটা করা হয়েছে।
আজহারুল ইসলাম অরুণের ফেসবুক পাতায় গিয়ে দেখা যায়, গত ৩১ মে ও ১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কয়েকটি ব্যঙ্গচিত্র ও কুরুচিপূর্ণ ছবি প্রকাশ করা হয়। সেখানে আইডিটি ‘হ্যাকড’ হয়েছে বলেও পোস্টের নিচে কয়েকজন মন্তব্য করেন।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুল আলম হীরা এনটিভি অনলাইনকে বলেন, ‘অরুণ আমার কমিটিতে জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। তাঁর পরিবার মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক। তিনি এটি করতে পারেন বলে আমার বিশ্বাস হয় না। আমার মনে হয়, কেউ শত্রুতা করে এটা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত।’