যশোরে কুপিয়ে কিশোর খুন
যশোরে রায়হান (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। রায়হান যশোর শহরের খালধার রোড এলাকার গোলাম রব্বানীর ছেলে।
urgentPhoto
একই ঘটনায় রায়হানের দুই বন্ধু শহরের মোল্যাপাড়া এলাকার মো. লিটনের ছেলে অমিত ও ঘোপ এলাকার মনিরুজ্জামানের ছেলে টিটো আহত হয়। আহত অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান কুমার জানান, শবে বরাতে রায়হানসহ তিন বন্ধু শহরের কারবালা কবরস্থানে যায়। রাত ১টার দিকে তারা কবরস্থানের কাছে পুকুরের উত্তরপাড়ে অজু করছিল। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের তিনজনকেই জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জানান তিনি।
রায়হান গত এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৭ পয়েন্ট নিয়ে পাস করে।