কুষ্টিয়ায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে বজ্রপাতে ওই তিনজনের মৃত্যু হয়।
বজ্রপাতে নিহতরা হলেন দৌলতপুরের চুয়া মল্লিকপাড়ার গৃহবধূ নাজনীন (২৫), পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা গ্রামের টুটুল (৩০) ও রিফায়েতপুর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী হাজেরা খাতুন (৪০)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গতকাল রাতে নাজনীন বৃষ্টির সময় বাড়ির আঙিনায় কাজ করছিলেন, এ সময় বজ্রপাতে নাজনীনের মৃত্যু হয়।
রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান ইছাহক আলী জানান, লক্ষ্মীখোলা গ্রামে রাতে বৃষ্টির সময় বাড়ির পাশেই পটোলের ক্ষেতে কাজ করছিলেন শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন। এ সময় তাঁদের ওপর বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে স্ত্রী হাজেরা খাতুনের মৃত্যু হয়।
এ দিকে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল করিম বজ্রপাতে জয়ভোগা গ্রামের টুটুলের (৩০) মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।