ময়মনসিংহে জামায়াত-শিবিরের ২৪ জন আটক
ময়মনসিংহের সানকিপাড়ায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার গভীর রাতে হেলথ অফিসারের গলিতে তিনটি ছাত্রাবাসে বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় কিছু ইসলামী বই উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, রাতে মুক্তাগাছার কালীবাড়িতে মুরগির বাচ্চাবোঝাই পিকআপভ্যানে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার মুরগির বাচ্চা আগুনে পুড়ে যায়।
জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মীর মধ্যে রয়েছে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব রশিদ ফরিজী (৪০), ত্রিশালের রাকিব (১৮), ওয়াসিম মিয়া (২৭), আল মামুন (২৭), নেত্রকোনার হোসাইন ইমরান চয়ন (২২), নান্দাইলের হাবিবুর রহমান (২৬), ভালুকার আমিনুল ইসলাম (২০), ঈশ্বরগঞ্জের বিজয়পুরের সাকুর মোহাম্মদ (১৭) প্রমুখ।
আটক ব্যক্তিরা সবাই ময়মনসিংহের সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থী। তাদের নামে কোতোয়ালি মডেল থানায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে বলে জানায় পুলিশ।