দৌলতপুরে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে কামালপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় শটগান, গুলিসহ আবদুস সালাম নামের একজনকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির জানান, পিয়ারপুর ইউনিয়নের কামালপুরে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বাজার কমিটি ও গাছতলা গ্রামের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে এ সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—কামালপুর গ্রামের শরিফুল ইসলাম (৩০), আবদুল হামিদ (৫০), মামুন (২০), সাদ্দাম হোসেন (২৫), হাসান (২৫) ও সুজন (৩০)। তাঁদের মধ্যে আবদুল হামিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, এরই মধ্যে অভিযান চালিয়ে গাছতলা গ্রামের আবদুস সালামকে শটগান, গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।