বাড়ির পেছনে মাটি খুঁড়তে গিয়ে শিশুর কঙ্কাল
বরগুনায় বাড়ির পেছনের মাটি খুঁড়তে গিয়ে এক শিশুর কঙ্কাল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ১৩ মাস আগে নিখোঁজ শিশু আউয়ালের (৯) কঙ্কাল এটি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল রোববার বিকেলে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের রাজমিস্ত্রি আক্কাস সিকদারের ঘরের পেছন থেকে মাটি খোঁড়া হলে কঙ্কালটি পাওয়া যায়।
আক্কাস সিকদার জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তাঁর নয় বছর বয়সী ছেলে আউয়াল নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান পাননি তিনি। গতকাল বিকেলে তাঁরই ঘরের পেছনে মাটি খোঁড়ার সময় পাওয়া কঙ্কালটি তাঁর ছেলে আউয়ালেরই বলে দৃঢ় বিশ্বাস আক্কাস সিকদারের।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, এ ঘটনার তদন্তে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে পুলিশ।