স্ত্রী স্কুলে যাওয়ামাত্রই এএসপির বাসায় চুরি
বরগুনার আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ওয়ারেস আলীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে ল্যাপটপ, স্বর্ণালংকার, টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
আজ সোমবার সকাল ৯টার পর আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, আমতলীর ৪ নম্বর ওয়ার্ডের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন এএসপি মো. ওয়ারেস আলী। প্রশিক্ষণের জন্য বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে এএসপি ওয়ারেস আলীর স্ত্রী তাঁদের একমাত্র শিশু কন্যাকে স্থানীয় একটি স্কুলে ভর্তি করাতে গেলে চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে। পরে তারা ল্যাপটপ, স্বর্ণালংকার, টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।