বান্দরবানের পৌর মেয়রকে বহিষ্কার করল জেলা বিএনপি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সঙ্গে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে জেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক মো. ওসমান গণি। তিনি জানান, সভায় গৃহীত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পাঠানো হয়েছে।
তবে পৌর মেয়র ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা কমিটির নেই।’
দলীয় সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গরিব ও দুস্থদের মধ্যে পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা এবং আবদুল মাবুদের সমর্থকরা জেলা কমিটির সভাপতি সাচিং প্রু জেরিসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং জ্যেষ্ঠ সহসভাপতির কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরির সভাপতিত্বে তাঁর বাসভবনে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজিবর রশিদসহ অঙ্গ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।