হোশি কোনিও হত্যা মামলা : পাঁচজনের সাক্ষ্য গ্রহণ
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় আরো পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার রংপুরের স্পেশাল জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে সাক্ষ্য দেন ওই পাঁচ ব্যক্তি। এ নিয়ে গত চার দিনে ১৭ জনের সাক্ষ্য নেওয়া হলো।
আজ সাক্ষ্য দেন আলুটারী গ্রামের আবদুল আজিজ, কাজী ইবনে নুর অন্তু, নুরজাহান বেগম, নুরুল হক ও জসিম উদ্দিন।
সাক্ষ্য নেওয়ার সময় রাষ্ট্রপক্ষে ছিলেন রথীশ চন্দ্র ভৌমিক। আসামিপক্ষে ছিলেন আফতাব হোসেন ও আবুল হোসেন।
আদালত সূত্রে জানা যায়, হোশি কোনিও হত্যা মামলায় পুলিশ ৫৭ জনকে সাক্ষী করেছে। এরই মধ্যে ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারির বাকিদের সাক্ষ্য নেওয়া হবে।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে জাপানের নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করা হয়। জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এদের মধ্যে মাসুদ রানাসহ পাঁচ আসামি কারাগারে আটক রয়েছেন। পলাতক রয়েছেন তিনজন।