রংপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
রংপুরের পীরগাছা উপজেলায় ব্যবসায়ী শহীদুল ইসলাম চুন্নু মিয়া হত্যা মামলায় আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।
আজ বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন পীরগাছা উপজেলার মহিষমাড়ি গ্রামের সিরাজুল ইসলাম, একই এলাকার জুয়েল, সুমন, আলম এবং বগুড়ার মাটিডালির শাহীন। রায় ঘোষণার সময় এঁদের মধ্যে শুধু সিরাজুল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে আসামিরা পরিকল্পিতভাবে পীরগাছা উপজেলার স্টুডিও ব্যবসায়ী চুন্নু মিয়াকে পাশের মিঠাপুকুর উপজেলার জালালগঞ্জ গায়ানচৌকি এলাকায় নিয়ে গিয়ে হত্যা করেন।