মানিকগঞ্জে আটক ৩
মানিকগঞ্জ পুলিশ তিনজনকে আটক করেছে। গতকাল বুধবার রাতে মানরা এলাকা ও সাটুরিয়া উপজলায় পৃথক অভিযান চালিয়ে ১৮টি ইয়াবা, ১০ লিটার চোলাই মদসহ তাঁদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ দাবি করেছে।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের মো. শামসুল শেখ (৩৮), মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার বিমল চন্দ্র রাজবংশী (৩৫) ও দয়াল চন্দ্র রাজবংশী (২৮)।
আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ মানরা মৎস্য ভবনের সামনে থেকে ইয়াবাসহ সামসুলকে আটক করে।
সামসুল মানরা গ্রামের দারোগা আলীর বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা করতেন। রাত পৌনে ৯টার দিকে সাটুরিয়ার দরগ্রাম এলাকা থেকে পুলিশ চোলাই মদসহ বিমল ও দয়ালকে আটক করেছে। তাঁরা দুজনই মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।