বরগুনায় পরোয়ানা থাকা ৯ আসামি গ্রেপ্তার
বরগুনায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন হারুন, ফারুক, কনু, পনু, খবির, এনায়েত মুসুল্লি, সাবু, ফোরকান ও সিদ্দিক। এঁদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, আটক ব্যক্তিদের আজ বুধবার আদালতে তোলা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।