বিএনপির শুভবুদ্ধির উদয় হোক : রাজ্জাক
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি ছয় সদস্যের যে সার্চ কমিটি গঠন করেছেন তাকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক। সাবেক এ খাদ্যমন্ত্রী এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন।
আজ বুধবার রাতে এনটিভি অনলাইনকে আবদুর রাজ্জাক বলেন, ‘রাষ্ট্রপতি যাঁদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন তাঁরা সবাই নিজ নিজ জায়গায় সফল। যাপিতজীবনে নিয়ম-নীতির মধ্য দিয়ে চলেছেন বলেই তাঁরা আজ সমাজে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। বিএনপি যখন এই ছয়জনকে নিয়ে প্রশ্ন তোলে, তখন কারো বুঝতে বাকি থাকে না যে, তারা আসলে কোন পরিবেশ চায়।’
‘বিএনপির শুভবুদ্ধির উদয় হোক’ উল্লেখ করে সাবেক এ মন্ত্রী আরো বলেন, ‘আশা করি, ভালো পরিবেশই সৃষ্টি হতে যাচ্ছে।’
অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ ব্যাপারে রাষ্ট্রপতির ওপর আস্থা রাখার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের এ মুখপাত্র বিএনপির উদ্দেশে বলেন, অহেতুক রাজনৈতিক ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করবেন না। রাষ্ট্রপতির ওপর আস্তা রাখুন। রাষ্ট্রপতির ওপর আস্থা রেখে সংলাপে অংশ নিয়েছেন। তাঁর প্রতি আস্থা রেখে নির্বাচন কমিশন গঠন পর্যন্ত অপেক্ষা করুন। সৎ, যোগ্য ও স্বচ্ছ ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন হবে বলে আশা করি।’
আজই ছয় সদস্যের সার্চ কমিটি দিয়েছেন রাষ্ট্রপতি। এর চেয়ারম্যান হিসেবে এবারও নেতৃত্ব দেবেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সার্চ কমিটিরও নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
বাকি পাঁচ সদস্য হচ্ছেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরীন আকতার ও মহা-হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ। গঠিত কমিটি আগামী ১০ কার্যদিবসে রাষ্ট্রপতির বরাবরে সুপারিশ করবেন।
বিকেলে সার্চ কমিটি নিয়ে শুধু হতাশা নয়, ক্ষোভও প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সার্চ কমিটির সদস্য শিরিন আক্তার, টিভি চ্যানেল টোয়েন্টিফোর তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি উত্তরে বলেছেন, ‘আমার ওপর পবিত্র দায়িত্ব, পবিত্র দায়িত্ব বলে মনে রাখি। (খুব ভালো কথা।) কারণ, এখন বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালিত হচ্ছে। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা যে দায়িত্ব দেবেন, তাঁকে পবিত্র দায়িত্ব মনে করে তা পালনে সচেষ্ট হব’।”
‘এইবার বোঝেন, কী নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা হয়েছে’, যোগ করেন বিএনপি মহাসচিব।
ইসি গঠনের ব্যাপারে বিএনপিই প্রথম রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে প্রস্তাব দিয়েছিল। শুরু থেকেই দলটির নেতারা রাষ্ট্রপতি নিরপেক্ষ ও সবার জন্য গ্রহণীয় পদক্ষেপ নেবেন এ ব্যাপারে আশাবাদী ছিলেন। যদিও বিএনপির এ প্রস্তাব নিয়ে গত রোববার প্রথম আলোচনা তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর পাল্টা জবাব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সার্চ কমিটি গঠনের পর মির্জা ফখরুল বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে আমরা মনে করি শেষ একটি প্রতিষ্ঠান। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য এই জাতির। যে সুযোগ সৃষ্টি হয়েছিল, রাজনৈতিক সুযোগ থেকে জাতিকে বের করে আনার সেই সুযোগটিও তিনি গ্রহণ করলেন না। জাতিকে আবার আরেকটি অনিশ্চয়তা, অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হলো। আরেকটি অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেওয়া হলো।’
‘এই সার্চ কমিটি সেই আশা নষ্ট করে দিয়েছে। আমরা শুধু হতাশ হইনি, ক্ষুব্ধও’, যোগ করেন ফখরুল।