বরগুনায় নদী দখলমুক্ত করতে অভিযান
বরগুনায় খাকদন নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উকিলপট্টি এলাকার পেছনের খাকদন নদী দখল করে স্থানীয় কিছু প্রভাবশালী লোক বসতঘর নির্মাণ করেছিল। নদী দখলমুক্ত করতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহারুল ইসলামের নেতৃত্বে আজ এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
নদী দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।