অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ।
আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি, সহসভাপতি আল আমীন শাহীন, সমকালের স্টাফ রিপোর্টার আব্দুর নূর, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু, এটিএন বাংলা ও এটিএন নিউজের ব্যুরোপ্রধান পীযূষ কান্তি আচার্য, প্রথম আলোর প্রতিনিধি শাহাদাৎ হোসেন, মাই টিভির প্রতিনিধি আ ফ ম কাউসার এমরান, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার দীপক চৌধুরী বাপ্পী, দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান শাহাদৎসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বক্তারা এনটিভির চেয়ারম্যানের দ্রুত মুক্তিসহ সাংবাদিকদের ওপর মামলা-হামলা বন্ধের দাবি জানান। সমাবেশে শিক্ষাবিদ-প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।