আইনশৃঙ্খলার নয়, এটি বিদ্রোহের সংকট : সুরঞ্জিত
দেশের বর্তমান সংকট আইনশৃঙ্খলার সংকট নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। একই সঙ্গে তিনি বলেছেন, ‘বাংলাদেশে আজকের যে সংকট, এই সংকটটি রাজনৈতিক সংকটও না। এটি একেবারেই হচ্ছে নাশকতার সংকট, ইনসার্জেন্সির (বিদ্রোহ) সংকট। এটি হচ্ছে মৌলবাদী, এক্সট্রিমিস্ট (চরমপন্থী) শক্তির শান্তিবাদী গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ।’
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আজ সোমবার দুপুরে নৌকা সমর্থক গোষ্ঠীর আয়োজনে ‘চলমান রাজনীতি বিষয়ে আলোচনা’ শীর্ষক এক সভায় সুরঞ্জিত এ কথা বলেন। এটিকে জয় করেই এগোতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সংলাপের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, গণতন্ত্রে আলোচনা হয় না-এটা ঠিক না। আমি এত এক্সট্রিমিস্ট লোক না। আলোচনা গণতন্ত্রের একটি অব্যাহত ধারা। তার জন্য কেবল সংসদে এবং বিভিন্ন ফোরামে হতে পারে তাও না। বাইরেও আলোচনা হতে পারে।’
বর্তমান পরিস্থিতিতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা আরো বলেন, ‘এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই অবস্থা চলতে পারে না। তবে এটি কেমলমাত্র একটি সরকার এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যদি আমরা নির্ভর করি, তাহলে কিন্তু আমরা আমাদের দায়িত্বের প্রতি অবহেলা করব।’