সিরাজগঞ্জে রিকশা-ভ্যান শ্রমিকদের ধর্মঘট, ভোগান্তি
সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে ধর্মঘট পালন করছে সিরাজগঞ্জ রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।
আজ রোববার সকালে হঠাৎ এই ধর্মঘট শুরু করেন রিকশা ও ভ্যান শ্রমিকরা।
রিকশা ও ভ্যান ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও অভিভাবকরা। দূর-দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের হেঁটে স্কুলে আসতে দেখা গেছে। মালামাল নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে।
সিরাজগঞ্জ রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আবুল কালাম জানান, শহরের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ সাধারণত রিকশায় চলাচল করেন। এতে রিকশাচালকদের যে টাকা আয় হয়, তা দিয়ে রিকশা শ্রমিকদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। এমন অবস্থায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা পৌর এলাকার মধ্যে যাত্রী পরিবহন করছে। এতে রিকশায় আর যাত্রী উঠতে চায় না। এ কারণে পৌর এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে ধর্মঘট পালন করছেন রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।
ব্যাটারিচালিত অটোরিকশার মালিক সমিতির নেতা মাসুদ রানা জানান, অটোরিকশা শহরের মধ্যে যায় না। তারা সিরাজগঞ্জ স্টেশন বাজার থেকে নলকা এবং রেলগেট থেকে কড্ডার মোড় পর্যন্ত ভাড়ায় যায়। এতে রিকশা শ্রমিকদের সমস্যা হওয়ার কথা না। তারপরও তারা ধর্মঘট পালন করছে।