শেখ হাসিনা নির্বাচন নিয়ে ভাবেন না : কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন নিয়ে না ভেবে পরবর্তী প্রজন্ম নিয়ে চিন্তা করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার দুপুরে রংপুর জিলা স্কুলমাঠে বিভাগীয় আওয়ামী লীগের যৌথ কর্মিসভায় সংগঠনটির সাধারণ সম্পাদক এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা পলিটিশিয়ান (রাজনীতিবিদ) নন, তিনি রাষ্ট্রনায়ক। পলিটিশিয়ানরা ভাবেন পরবর্তী ইলেকশন (নির্বাচন) নিয়ে, আর শেখ হাসিনা ভাবেন পরবর্তী জেনারেশন (প্রজন্ম) নিয়ে।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। ওয়ান-ইলেভেনের পর কর্মীরাই শেখ হাসিনাকে মুক্ত করে এনেছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম, সংসদ সদস্য টিপু মুন্সী, খালিদ মাহমুদ চৌধুরী, এইচ এন আশিকুর রহমান, বি এম মোজাম্মেল হক প্রমুখ।