হাইকোর্টে ১০ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ
হাইকোর্টে ১০ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
আজ সোমবার আইন মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিচারপতিরা হলেন এস এম মজিবর রহমান, মোহাম্মদ ফরিদ আহমদ শিবলি, আমির হোসেন, খিজির আহমেদ চৌধুরী, রাজিক আল জলিল, জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ভীষ্মদেব চক্রবর্তী, মো. ইকবাল কবির, মো. সেলিম, মো. সোহরাওয়ার্দী। তাঁরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, আইনজীবী ও জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে এ নিয়োগ দিয়েছেন। আগামী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে তাঁরা দায়িত্ব পালন করবেন।’