সিরাজদিখানে যুবলীগের দুইপক্ষে সংঘর্ষ, আহত ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিরাজদিখান বাজার মাজার রোডে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবির) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কোন্দল চলছিল। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিরাজদিখান বাজার মাজার রোডে দেশীয় অস্ত্র নিয়ে জাহিদ সিকদারের নেতৃত্বে যুবলীগের একটি পক্ষ সদ্য যুবলীগে যোগদানকারী দিলবার হোসেনসহ তিনজনকে এলোপাতারি চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় দিলবার হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামদা চাপাতি নিয়ে একটি পক্ষ দৌড়ে গিয়ে মোটরসাইকেল থেকে তিনজনকে নামিয়ে কুপিয়ে জখম করে। তাঁরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন বলেন, ‘এটা একটা ন্যক্কারজনক কাজ করেছে। কুপিয়ে বেশ জখম করেছে। পিঠে একটি গুলিও করেছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
জাহিদ শিকদার টেলিফোনে বলেন, ‘আমি ঢাকায় আছি। এ ঘটনায় আমি জড়িত না। কারা মারামারি করেছে আমি জানি না।’
এ ব্যাপারে সিরাজদিখান থানার (ওসি) ইয়ারদৌস হাসান জানান, বিআরডিবির নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এখনো কোনো অভিযোগ আসেনি। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।