আনোয়ারা সুফিয়া ইসলামের দাফন সম্পন্ন
সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের সহধর্মিণী আনোয়ারা সুফিয়া ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।আজ বৃহস্পতিবার বাদজোহর বদরুন নেছা হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। পরে মুন্সীগঞ্জের সুখবাসপুরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় আনোয়ারা সুফিয়া ইসলাম গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরপর বাদ আসর গুলশানের আজাদ মসজিদের তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়।
মনোয়ারা সুফিয়া ইসলামের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম ও ঢাকার সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাও পৃথক শোকবার্তায় মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
আনোয়ারা সুফিয়া ইসলামের বড় ছেলে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী সাইফুল ইসলাম বাবু জানান, আগামীকাল শুক্রবার বাদ আছর ঢাকাস্থ বারিধারার নিজ বাসভবনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে ।