বাস-নসিমনের সংঘর্ষে এক নারী নিহত
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া এলাকার আশাননগরে যাত্রীবাহী বাস ও স্যালো ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। তাঁর নাম সাগরিকা খাতুন (২৭)। তিনি আশাননগরের সাহেব আলীর স্ত্রী। এ ঘটনায় এক শিশুসহ একই পরিবারের ৯ জন ও নসিমনের চালক আহত হয়েছেন।
দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিয়ের দাওয়াতে যোগদান শেষে একই পরিবারের ১০ জন সদস্য নসিমন যানযোগে বাড়ি ফিরছিল। আশাননগরের হাতিভাঙ্গা এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে নসিমনের যাত্রী সাগরিকা নিহত হন। একই পরিবারের ৯ জন সদস্য ও নসিমনের চালক আহত হন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহতদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাতজনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে এক শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, বিয়ে বাড়ি থেকে ফেরার মুখে নসিমনটি একটি বাসের সাথে ধাক্কা খেলে একই পরিবারের ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় পথিমধ্যে সাগরিকা খাতুন মারা যান।