মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূর্বের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন সাইদুল ইসলাম (২৪), সজীব (১৮), ফয়সাল (২০), সোহান (১৭), শিমুল (১৬) ও শিশির (১৯)। তাঁদের মধ্যে প্রথম তিনজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং পরের তিনজন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পূর্বের কথাকাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক সবুর খান।