সিরাজগঞ্জে নছিমন-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২
সিরাজগঞ্জে নছিমন ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এমদাদুল হক জানান, আজ সকালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি নছিমনের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। আহত হন অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পরে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
দুই নারীর লাশ সিরাজগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীদের পরিচয় জানা যায়নি।