সার্চ কমিটিতে নাম দেবে আওয়ামী লীগ
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির প্রস্তাবে সাড়া দিয়েছে আওয়ামী লীগ। ওই কমিটির কাছে ইসি গঠনের জন্য সদস্যের নাম প্রস্তাব করবে ক্ষমতাসীন দলটি।
আজ সোমবার রাতে গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
সূত্র জানায়, সভায় উপস্থিত সবার কাছ থেকে নাম আহ্বান করেন দলের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে পাঁচজনের নাম বাছাই করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আগামী মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে সার্চ কমিটি বরাবর পাঠানো হবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, আগামী দিনের নির্বাচনগুলোও সেভাবে অনুষ্ঠিত হবে।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই জনগণ ভোট দেবে। তাঁরা নিজেদের প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। এটা তাঁদের এখতিয়ার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। মানুষ শান্তি চায়, না অশান্তি বেগমের অশান্তি চায়, সে সিদ্ধান্ত তারা নেবে।’
শেখ হাসিনা বলেন, ৭৫-পরবর্তী সময়ে এ দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, মানুষের ভোটের অধিকারই ছিল না। এর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে এ দেশে ভোটের অধিকার, সচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত ধ্বংস করতে চায়। তাই আগামী নির্বাচনে ভোটারদের এই তফাৎ খেয়াল রাখার তাগিদ দেন, তিনি।
সভা শেষে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের নানাবিধ বিষয়ে লেখালেখির জন্য আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের মধ্যে যাদের লেখালেখির হাত আছে তারা পত্র-পত্রিকায় লিখে যান। বিশেষ করে লেখালেখিতে সরকারের অভাবনীয় উন্নয়ন জনগণের কাছে তুলে ধরুন।