পুড়িয়ে হত্যার প্রতিবাদে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় যশোর পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণির ছাত্রী মাইশা তাসনিম নিহতের প্রতিবাদে যশোরে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
আজ সোমবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে পুলিশ লাইন স্কুল, জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও সেবা সংঘ স্কুলের শত শত শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে যশোর পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক এম এ আজিজ এনটিভিকে বলেন, দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, তারই শিকার হয়েছেন স্কুলছাত্রী মাইশা তাসনিম ও তার বাবা। তিনি প্রশ্ন রাখেন, রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতার রোষানলে আর কত মাইশাকে হারাতে হবে? এভাবে দেশ চলতে পারে না। এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি।