ঝালকাঠিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম সিকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় গগন বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ঝালকাঠির সঞ্জয়পুর গ্রামের আবদুল হাই সিকদারের ছেলে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা জানান, গতকাল রাত ১০টার দিকে গগন বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা তৌহিদুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে বরিশাল বিমানবন্দর থানা ও ঝালকাঠি থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল বিমানবন্দর থানার আওতাধীন হওয়ায় রাতেই লাশ ওই থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি আরো জানান, নিহত তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ঝালকাঠি থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।