মোদির সফরে দুটি নৌ চুক্তি : নৌমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের নৌপরিবহন ও চলাচল সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এর একটি কোস্টাল শিপ এবং অপরটি অভ্যন্তরীণ। এ দুটি স্বাক্ষরের ফলে অর্থ ও সময় সাশ্রয় হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সাধারণ সভায় মন্ত্রী এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি প্রমুখ।
বাজেটে নৌপরিবহন খাতে এবার ঐতিহাসিক প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে শাজাহান বলেন, এ দিয়ে ৫৫টি নৌপথ ড্রেজিং ছাড়াও ঢাকার চারপাশে ওয়াকিং জোন গড়ে তোলা হবে।
মন্ত্রী এদিন মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া নতুন ঘাট শিমুলিয়া পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এবার ঈদের সময় নদীতে ঝড়ে ঢেউ আসতে পারে, সেটা মাথায় রেখে কাজ করতে হবে। যাত্রী বেড়ে গেলে পারাপারে কোনো সমস্যা হবে না। প্রয়োজনে যাত্রীদের ফেরিতে পারাপার করব। আগের চেয়ে এবার ফেরি বেশি আছে। তিনটা নতুন ফেরি আনা হয়েছে। ঝড়-বৃষ্টি বা যাত্রী বেড়ে গেলে ফেরিতে পারাপারের ব্যবস্থা করা হবে।’
এ সময় পদ্মা সেতুর ব্যাপারে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা খুব সাহসী। বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থা অর্থায়ন না করার পরও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্ত নিয়ে তিনি সাহসের পরিচয় দিয়েছেন। ২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।